Header Ads

Header ADS

তরুণ মুহাম্মাদ ও ফিজার যুদ্ধ

তরুণ মুহাম্মাদ ও ফিজার যুদ্ধ 

তরুণ মুহাম্মাদ ও ফিজার যুদ্ধ 

তিনি যখন পনের কিংবা বিশ বছর বয়সে উপনীত হন, তখন ফিজার যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে একপক্ষে ছিল কুরায়েশ ও তাদের মিত্র বনু কিনানাহ এবং অপর পক্ষে ছিল কৃায়েস আয়লান। যুদ্ধে কুরায়েশ পক্ষের জয় হয়।


কিন্তু এ যুদ্ধের ফলে ‘হারাম' মাস (যে মাসে যুদ্ধ-বিগ্রহ নিষিদ্ধ) এবং কা'বার পবিত্রতা বিনষ্ট হয় বলে একে ‘হারবুল ফিজার' বা দুষ্টুদের যুদ্ধ বলা হয়। তরুণ মুহাম্মাদ এই যুদ্ধে অংশগ্রহণ করেন এবং চাচাদের তীর যােগান দেবার কাজে সহায়তা করেন বলে যে বর্ণনা বিভিন্ন ইতিহাস গ্রন্থে রয়েছে, তা বিশুদ্ধভাবে প্রমাণিত নয়।


বরং এটাই সঠিক যে, আল্লাহপাক তাঁকে হারাম মাসে যুদ্ধে অংশগ্রহণের পাপ থেকে রক্ষা করেন। যেমন জন্ম থেকেই আল্লাহ তাঁকে সকল মন্দকর্ম থেকে রক্ষা করেছেন (সীরাহ ছহীহাহ ১/১১৪)।


The battle of the young Muhammad and Fiza When he reached the age of fifteen or twenty, the battle of Fizer began. On one side of this battle was the Quraish and their ally Banu Qinanah and on the other side was Quraysh Aylan. The battle was won by the Quraish. But as a result of this war, the month of 'Haram' (the month in which fighting is forbidden) and the sanctity of the Ka'bah are destroyed, it is called 'Herbal Fizer' or the war of the wicked. The descriptions in various history books that the young Muhammad took part in this battle and helped his uncle to shoot arrows are not purely proven.

Rather, it is true that Allah protects him from the sin of participating in the war in the sacred month. For example, Allah has protected him from all evil deeds from birth (Sirah Sahihah 1/114).

No comments

Powered by Blogger.