Header Ads

Header ADS

নবীজীর নিজ পরিবারের দাওয়াতে আমাদের শিক্ষণীয় বিষয়সমূহ

নবীজীর নিজ পরিবারের দাওয়াতে আমাদের শিক্ষণীয় বিষয়সমূহ

নবীজীর নিজ পরিবারের দাওয়াতে আমাদের শিক্ষণীয় বিষয়সমূহ 

(১) নিকটাত্মীয়গণ হ'ল মানুষের প্রধান আশ্রয়স্থল। যেকোন সংস্কার আন্দোলনে তাই তাদের অংশগ্রহণ ও সহযােগিতা সর্বাগ্রে প্রয়ােজন হয়। সেজন্যেই রাসূল (ছাঃ)-কে প্রথমে তাদের প্রতি দাওয়াত দেওয়ার নির্দেশ প্রদান করা হয়।


(২) নিজেদের ছেলে হিসাবে নিকটাত্মীয়গণ সাধারণভাবে সংস্কারকের প্রতি অনীহা প্রদর্শন করে থাকে। যা অনেক সময় দারুণ মনােকষ্ট এমনকি দৈহিক কষ্টের কারণ হয়ে দেখা দেয়। সে অবস্থায় যাতে রাসূল (ছাঃ) ভেঙ্গে না পড়েন, সেজন্য আগেভাগে বিগত যুগের সাত জন নবীর কষ্ট ভােগের কাহিনী শুনানাে হয় সূরা শাে'আরা নাযিল করার মাধ্যমে। এতে বুঝা যায় যে, সংস্কারককে গভীর ধৈর্যশীল হতে হয়।


 (৩) প্রকাশ্য দাওয়াতের ফলে নিকটাত্মীয়গণের সকলে না এলেও তাদের মধ্যে কেউ ঘাের সমর্থক হবেন, আবার কেউ ঘাের বিরােধী হবেন, এটাই স্বাভাবিক। আবু ত্বালিব ও আবু লাহাব দুই ভাইয়ের দ্বিমুখী অবস্থান তার বাস্তব প্রমাণ বহন করে।


ইবনু সা'দ, ত্বাবাক্বাতুল কুবরা ক্রমিক ৩৫৫, ৩৫৬ (৪/৪৪-৪৫ পৃঃ), ৪০৯৯-৪১০০ (৮/২৯-৩১ পৃঃ),৪১২১-২৩ (৮/৪০ পৃঃ), হাকেম হা/৩৯৮৪; মুহিবুদ্দীন ত্বাবারী (মৃ. ৬৯৪ হি.), যাখায়েরুল ‘উবা (কায়রাে : ১৩৫৬ হি.) ২৪৯ পৃঃ।

No comments

Powered by Blogger.