Header Ads

Header ADS

আল-আমীন মুহাম্মাদ

আল-আমীন মুহাম্মাদ

আল-আমীন মুহাম্মাদ

 হিলফুল ফুযুল গঠন ও তার পরপরই যবরদস্ত কুরায়েশ নেতার কাছ থেকে বহিরাগত মযলুমের হক আদায়ের ঘটনায় চারিদিকে তরুণ মুহাম্মাদের খ্যাতি ছড়িয়ে পড়ল। সবার মুখে মুখে তিনি আল-আমীন অর্থাৎ বিশ্বস্ত ও আমানতদার বলে অভিহিত হতে থাকেন। অল্পবয়স হওয়া সত্ত্বেও কেউ তার নাম ধরে ডাকতাে না। সবাই শ্রদ্ধাভরে ‘আল-আমীন' বলে ডাকত।


দাঁড়িয়ে অভিযােগ পেশ করে বলেন, আমি একজন গরীব পথিক। অথচ আমার হক নষ্ট করা হয়েছে। লােকেরা তাকে রাসূল (ছাঃ)-কে দেখিয়ে বলল, তুমি কি ঐ ব্যক্তিকে চেন? তার কাছে যাও। তখন লােকটি অনতিদূরে বসা রাসূল (ছাঃ)-এর নিকটে এল এবং উক্ত অভিযােগ পেশ করে বলল, আপনি আমার হক আদায় করে দিন। আল্লাহ আপনার উপর রহম করুন! তখন রাসূল (ছাঃ) তাকে নিয়ে আবু জাহল-এর। বাড়িমুখে চললেন। মুশরিকদের পক্ষ হতে একজন তাদের পিছু নিল, ঘটনা কোন দিকে গড়ায় তা দেখার জন্য।

অতঃপর রাসূল (ছাঃ) এসে আবু জাহলের দরজায় করাঘাত করলেন। তখন আবু জাহল বেরিয়ে এলেন। রাসূল (ছাঃ) তাকে বললেন, আপনি এই ব্যক্তিকে তার হক বুঝে দিন। আবু জাহল বললেন, হ্যা। আমি এখনই দিয়ে দিচ্ছি। অতঃপর তিনি ঘরে প্রবেশ করলেন ও টাকা এনে ইরাশীকে দিয়ে দিলেন।... একথা জানতে পেরে লােকেরা আবু জাহলের কাছে এসে ধিক্কার দিয়ে বলল, আপনার কি হয়েছে? কখনই তাে আপনার কাছ থেকে এরূপ আচরণ আমরা দেখিনি।

আবু জাহল বললেন, তােমাদের ধ্বংস হোক! আল্লাহর কসম! মুহাম্মাদ আমার দরজায় করাঘাত করার পর তার কণ্ঠ শুনে আমি ভয়ে কম্পিত হয়ে পড়ি। অতঃপর বেরিয়ে এসে দেখি তার মাথার উপরে ভয়ংকর একটি উট। যার চোয়াল ও দাঁতসমূহের মতাে আমি কখনাে দেখিনি। আল্লাহর কসম! যদি আমি অস্বীকার করতাম, তাহলে সে আমাকে খেয়ে ফেলত’(ইবনু হিশাম ১/৩৮৯-৯০)। ঘটনাটির সনদ যঈফ (মা শা-‘আ ১৪৮-৪৯ পৃঃ)। ইবনু হিশাম ১/১৯৮। প্রসিদ্ধ আছে যে, আব্দুল্লাহ বিন আবুল হামসা বলেন, নবুঅত পূর্বকালে আমি রাসূল (ছাঃ)-এর নিকট থেকে কিছু খরীদ করেছিলাম। সেখানে মূল্য পরিশােধে আমি কিছু বাকী রাখি। অতঃপর আমি তাকে ওয়াদা করি যে, এই স্থানেই আমি উক্ত মূল্য নিয়ে আসছি। পরে আমি বিষয়টি ভুলে যাই। তিন দিন পরে স্মরণ হ'লে আমি এসে দেখি রাসূল (ছাঃ) সেখানেই দাঁড়িয়ে আছেন। অতঃপর তিনি আমাকে বললেন, তুমি আমাকে কষ্ট দিলে। তিন দিন ধরে আমি এখানে তােমার অপেক্ষায় আছি’ (আবুদাউদ হা/৪৯৯৬)। হাদীছটি যঈফ (আলবানী, সনদ যঈফ; মা শা- ‘আ ২০ পৃঃ)।


Al-Amin Muhammad
The formation of Hilful Fuzul and the subsequent acquisition of the rights of the oppressed from the tyrannical Quraish leader spread the fame of the young Muhammad all around. In the mouths of all, he was called Al-Amin, meaning faithful and trustworthy. Despite his young age, no one calls him by his name. Everyone respectfully called him 'Al-Amin'. He stood up and complained, "I am a poor traveler." But my rights have been ruined. The people showed him to the Prophet (sm) and said, do you know that person? Go to him. Then Laik came to the Prophet (sm) who was sitting not far away and presented the complaint and said, "You fulfill my right." May Allah have mercy on you! Then the Prophet (sm) took him to Abu Jahl. Went home. On the side of the mushriks, one of them followed them to see which way things were going. Then the Prophet (sm) came and knocked on the door of Abu Jahl. Then Abu Jahl came out. The Prophet (sm) said to him, you should make this person understand his rights. Abu Jahl said, "Yes." I'm paying now. Then he entered the house and brought the money and gave it to Irashi. We have never seen such behavior from you. Abu Jahl said, may the Taema be destroyed! By God! I shuddered at the sound of Muhammad knocking on my door. Then I came out and saw a terrible camel over his head. Whose jaws and teeth I have never seen. By God! If I had refused, he would have eaten me '(Ibn Hisham 1 / 369-90). The proof of the incident is Zayef (Ma Sha-‘A 147-49 p.). Ibn Hisham 1/196. It is well known that Abdullah bin Abul Hamsa said, "Before the Prophethood, I bought something from the Prophet (sm)." There I put some left over in price fixing. Then I promised him that I would bring that price to this place. Later I forgot about it. When I remembered three days later, I came and saw the Prophet (sm) standing there. Then he said to me, "You have hurt me." I have been waiting for you here for three days' (Abu Dawud H / 4996). The hadith is Zayef (Albani, Sanad Zayef; Ma Sha- ‘A 20 p.).

No comments

Powered by Blogger.