জনগণের প্রতিক্রিয়া
জনগণের প্রতিক্রিয়ানবীজীর দাওয়াতে জনগণের প্রতিক্রিয়া
প্রথমে ছাফা পর্বতচূড়ার আহ্বান মক্কা নগরী ও তার আশপাশ এলাকার আবাল-বৃদ্ধবণিতার মধ্যে এক নতুনের শিহরণ জাগিয়ে তুলেছিল। অতঃপর সর্বত্র প্রকাশ্য দাওয়াতের প্রতিক্রিয়ায় সকলের মুখে মুখে একই কথার অনুবৃত্তি হতে থাকে, কি শুনছি আজ আব্দুল্লাহ্র পুত্রের মুখে।
এ যে নির্যাতিত মানবতার প্রাণের কথা। এ যে মযলুমের হৃদয়ের ভাষা। যে ক্রীতদাস ভাবত এটাই তার নিয়তি, সে এখন নিজেকে স্বাধীন মানুষ ভাবতে লাগল। যে নারী ভাবত, সবলের শয্যাসঙ্গিনী হওয়াই তার নিয়তি, সে এখন নিজেকে অধিকার সচেতন সাহসী নারী হিসাবে ভাবতে লাগল।
যে গরীব ভাৰত সুদখাের মহাজনের করাল গ্রাস হতে মুক্তির কোন পথ নেই, সে এখন মুক্তির দিশা পেল। সর্বত্র একটা জাগরণের ঢেউ। একটা নতুনের শিহরণ । এ যেন নিদ্রাভঙ্গের পূর্বে জাগৃতির অনুরণন।
No comments