নবীগণের অঙ্গীকার
(খ) নবীগণের অঙ্গীকার সকল নবীদের অঙ্গীকার
আখেরী নবীর প্রতি ঈমান আনা ও তাঁকে সর্বতােভাবে সাহায্য করার জন্য পূর্বেই আল্লাহ
আমি তােমাদের কিতাব ও হিকমত যা দান করেছি, এরপরে যদি কোন রাসূল আসেন, | যিনি তােমাদেরকে প্রদত্ত কিতাবের সত্যায়ন করবেন, তাহলে অবশ্যই তােমরা তার প্রতি ঈমান আনবে এবং অবশ্যই তাকে সাহায্য করবে। তিনি বললেন, তােমরা কি এতে স্বীকৃতি দিচ্ছ এবং তােমাদের স্বীকৃতির উপর আমার অঙ্গীকার নিচ্ছ? তারা বলল, আমরা স্বীকৃতি দিলাম। তিনি বললেন, তাহলে তােমরা সাক্ষী থাক এবং আমিও তােমাদের | সাথে অন্যতম সাক্ষী রইলাম’ (আলে ইমরান ৩/৮১)।
No comments