Header Ads

Header ADS

আহলে কিতাব পণ্ডিতদের অঙ্গীকার

আহলে কিতাবীদের অঙ্গীকার

(গ) আহলে কিতাব পণ্ডিতদের অঙ্গীকার

 আহলে কিতাৰ পণ্ডিতগণের নিকট থেকে অঙ্গীকার নেওয়া হয় এই মর্মে যে, তারা যেন সত্য গােপন না করে এবং শেষনবী মুহাম্মাদ (ছাঃ)-এর আগমন ও তার প্রতি ঈমান

নিলেন যে, তােমরা অবশ্যই (শেষনবী মুহাম্মাদের আগমন ও তার উপর ঈমান আনার বিষয়টি) লােকদের নিকট বর্ণনা করবে এবং তা গােপন করবে না। অতঃপর তারা তা

ইবনু কাছীর, তাফসীর সূরা আলে ইমরান ৮১ আয়াত; ইবনু হিশাম ১/২৩২-৩৪।


পশ্চাতে নিক্ষেপ করল এবং গােপন করার বিনিময়ে তা স্বল্পমূল্যে বিক্রয় করল। কতই না নিকৃষ্ট তাদের ক্রয়-বিক্রয় (আলে-ইমরান ৩/১৮৭)।


ইবনু কাছীর বলেন, অত্র আয়াতে ইহুদী-নাছারা পণ্ডিতদের ধমক দেওয়া হয়েছে ও । ধিক্কার জানানাে হয়েছে এ কারণে যে, তারা নিকৃষ্ট দুনিয়াবী স্বার্থে পূর্বেকার সেই। অঙ্গীকার ভুলে গেছে এবং লােকদের নিকট উক্ত অঙ্গীকারের কথা চেপে গেছে। এই

অঙ্গীকারের কথা তাদের নবীগণের মাধ্যমে তাদের ধর্মনেতাদের জানিয়ে দেওয়া হয়। কতই না নিকৃষ্ট ছিল তাদের হাতের উপর হাত রাখা এবং কতই না নিকৃষ্ট ছিল তাদের বায়'আত গ্রহণ করা। তিনি বলেন, এর মধ্যে মুসলিম আলেমদের জন্য সতর্কবাণী রয়েছে, যেন তারা আহলে কিতাবদের মত না হন এবং তারা যেন সকর্মের কোন ইলম গােপন না করেন (ঐ, তাফসীর)।


No comments

Powered by Blogger.