Header Ads

Header ADS

এলাহী নির্দেশের সারকথা

এলাহী নির্দেশের সংক্ষিপ্ত বর্ণনা

এলাহী নির্দেশের সারকথা

বর্ণিত পাঁচটি আয়াতের প্রথমটিতে (২১৩) রাসূল (ছাঃ)-কে তাওহীদের উপরে দৃঢ় থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং সম্প্রদায়ের ভয়ে শিরকের সাথে আপােষ করলে এলাহী গযবের ধমকি প্রদান করা হয়েছে। দ্বিতীয় আয়াতে (২১৪) নিজ নিকটাত্মীয়দেরকে জাহান্নাম হ'তে সতর্ক করার নির্দেশ দেওয়া হয়েছে।

এতে অবশ্যই একদল তাঁর পক্ষে আসবে, একদল তার বিপক্ষে যাবে। এটা নিশ্চিত জেনেই বলা হয়েছে, তােমার অনুসারী মুমিনদের প্রতি তুমি সদয় হও এবং বিরােধীদের বলে দাও যে, তােমাদের কর্মের ব্যাপারে আমি দায়মুক্ত।

কেননা আমার দায়িত্ব ছিল তােমাদেরকে আল্লাহ্র পথে ডাকা। সে দায়িত্ব আমি পালন করেছি। না মানলে তার ফল ভােগ করবে তােমরাই। শেষে বলা হয়েছে, তাদের বিরােধিতায় তুমি মােটেই ঘাবড়াবেনা। বরং সর্বাবস্থায় আল্লাহর উপরে ভরসা করবে।

No comments

Powered by Blogger.