অলীদ কে ছিলেন?
অলীদ কে ছিলেন?অলীদ বিন মুগীরা আল-মাখযুমী কে ছিলেন?
লােকটি যা বলেন সে বিষয়ে আমি গভীরভাবে চিন্তা করেছি। এটি কোন কবিতা নয়। নিশ্চয়ই এর রয়েছে বিশেষ মাধুর্য। এর উপরে রয়েছে বিশেষ অলংকার। নিশ্চয়ই এটি। বিজয়ী হবে, বিজিত হবে না। আর আমি যা সন্দেহ করি তা এই যে, এটি জাদু। এভাবে সবকিছু স্বীকার করার পরও অহংকার বশে ও কুরায়েশ নেতাদের চাপে তিনি। রাসূলুল্লাহ (ছাঃ)-এর নবুঅতকে স্বীকৃতি না দিয়ে বিরুদ্ধাচরণের পথ বেছে নিলেন।
ওইদিন অলীদের গৃহে অনুষ্ঠিত বৈঠকে রাসূল (ছাঃ)-কে ‘জাদুকর’ বলে প্রচার করার | সিদ্ধান্তের ঘটনা এবং অলীদের বাকভঙ্গী আল্লাহ নিজস্ব রীতিতে বর্ণনা করেন নিম্নোক্ত ভাবে-
সে চিন্তা করল ও মনস্থির করল। ধ্বংস হৌক সে কিরূপ মনস্থির করল’? ‘ধ্বংস হোক সে কিরূপ মনস্থির করল’? ‘অতঃপর সে তাকাল। অতঃপর কুঞ্চিত করল ও মুখ বিকৃত করল। অতঃপর পৃষ্ঠ প্রদর্শন করল ও অহংকার করল। তারপর বলল, অর্জিত। জাদু বৈ কিছু নয়। এটা মানুষের উক্তি বৈ কিছু নয়’ (মুদ্দাছছির ৭৪/১৮-২৫)।
অত্র সূরায় ১১ হতে ২৬ পর্যন্ত ১৬টি আয়াত কেবল অলীদ সম্পর্কেই নাযিল হয়েছে। দেখা যাচ্ছে যে, অলীদ রাসূল (ছাঃ)-কে ‘মিথ্যাবাদী’ বলতে সাহস করেননি। তাই অবশেষে কালামে পাকের জাদুকরী প্রভাবের কথা চিন্তা করে তিনি রাসূল (ছাঃ)-কে ‘জাদুকর’ বলে অপবাদ দেওয়ার সিদ্ধান্ত নিলেন। এতে আল্লাহ তাকে পরপর দু'বার অভিসম্পাৎ দিয়ে বলেন, ধ্বংস হৌক সে কিরূপ মনস্থির করল’?
‘ধ্বংস হৌক সে কিরূপ মনস্থির করল’? অতঃপর বললেন, সত্বর আমি তাকে ‘সাক্বার’ নামক জাহান্নামে প্রবেশ করাবাে’ (মুদ্দাছছির ৭৪/২৬)। অলীদ বিন মুগীরাহ হিজরতের তিনমাস পর ১৫ বছর বয়সে কাফির অবস্থায় মক্কায় মৃত্যুবরণ করেন এবং হাজুনে সমাহিত হন।
ইবনু কাহীন, তাফসীর সূরা মুদ্দাহক্তি ১৮-২৪ আয়াত; ইবনু হিশাম ১/২৭০-৭১।
No comments