Header Ads

Header ADS

আবু লাহাবের সন্তানাদি

আবু লাহাবের  সন্তানাদি

আবু লাহাবের
সন্তানাদি

আবু লাহাবের উত্তা, উতাইবা ও মুআত্তাব নামে তিন পুত্র এবং দুর্লাহ, খালেদা ও ইযযাহ নামে তিন কন্যা ছিল। তন্মধ্যে উত্ত্বা ও উতাইবা রাসূল (ছাঃ) দুই কন্যা রুক্বাইয়া ও উম্মে কুলছুমের স্বামী ছিল। সূরা লাহাব নাযিলের পর আবু লাহাবের নির্দেশে ছেলেরা তাদের স্ত্রীদের তালাক দেয়।

পরবর্তীতে তারা ওছমান (রাঃ)-এর সাথে পরপর বিবাহিতা হন। উম্মে কুলছুমের স্বামী উতাইবা রাসূল (ছাঃ)-এর বদদো'আ প্রাপ্ত হয়ে আবু লাহাবের জীবদ্দশায় কুফরী হালতে বাঘের হামলায় নিহত হয়। বাকী দু'জনপুত্র ও তিন কন্যা মক্কা বিজয়ের পর মুসলমান হন।

পুত্রদ্বয় হােনায়েন ও ত্বায়েফ যুদ্ধে অংশগ্রহণ করেন। হােনায়েন যুদ্ধে সংকটকালে তারা রাসূল (ছাঃ)-এর নিরাপত্তায় দৃঢ় ছিলেন। মুআত্তাব এই যুদ্ধে একটি চোখ হারান। মক্কা বিজয়ের পরে অন্যেরা মদীনায় হিজরত করলেও তারা দু'ভাই আমৃত্যু মক্কায় অবস্থান করেন।


ইবনু হিশাম ১/৩৫৬; হাকেম হা/৩৩৭৬, ২/৩৬১ সনদ ছহীহ; আলবানী, ছহীহ সীরাহ নববিইয়াহ ১৩৭পৃঃ; তাফসীর কুরতুবী, ইবনু কাছীর; সীরাহ ছহীহাহ ১/১৪৭।

ইবনু হিশাম ১/৬৪৬; বায়হাক্বী দালায়েলুন নবুঅত ৩/১৪৫-১৪৬; আল-বিদায়াহ ৩/৩০৯; আর-রাহীপৃঃ ২২৫-২৬; কুরতুবী, তাফসীর সূরা লাহাব।

No comments

Powered by Blogger.