Header Ads

Header ADS

মুহাম্মদের শৈশব ও কৈশোরকাল

                         

                              



মুহাম্মদের (সাঃ) শৈশব ও কৈশোরকাল

পরিভ্রমণে ঝাঁপ দিনঅনুসন্ধানে ঝাঁপ দিন

ইসলামের নবী মুহাম্মদ এর শৈশব বয়স থেকেই ছিলেন চিন্তাশীল ।তিনি সমাজের ও মানুষের বিভিন্ন বিষয় দুঃখ,কস্ট,ক্লেশ নিয়ে চিন্তা করতেন। এই চিন্তাধারাই তাকে পরবর্তীতে মহামানব হতে সাহায্য করেছিলো ।



বনি সা'দ গোত্রে অবস্থান

তৎকালীন আরবের রীতি ছিল যে তারা মরুভূমির মুক্ত আবহাওয়ায় বেড়ে উঠার মাধ্যমে সন্তানদের সুস্থ দেহ এবং সুঠাম গড়ন তৈরির জন্য জন্মের পরপরই দুধ পান করানোর কাজে নিয়োজিত বেদুইন মহিলাদের কাছে দিয়ে দিতেন এবং নির্দিষ্ট সময় পর আবার ফেরত নিতেন। এর আরেকটি কারণ ছিল বিশুদ্ধ আরবি ভাষা শিক্ষা করা। এই রীতি অনুসারে মোহাম্মদকেও হালিমা বিনতে আবু জুয়াইবের (অপর নাম হালিমা সাদিয়া) হাতে দিয়ে দেয়া হয়। এই নারী ছিলেন বনু সা'দ ইবনে বকর গোত্রের (হাওয়াযেন গোত্র) অন্তর্ভুক্ত। তার স্বামীর নাম ছিলো হারেস ইবনে আবদুল ওযযা আর ডাক নাম আবু কাবশা, যিনি একই গোত্রের লোক ছিলেন। মুহাম্মাদের নবুয়্যত লাভের পর তিনি মক্কায় এসে ইসলাম গ্রহণ করেন। হালিমার এক পু্ত্র এবং তিন কন্যা ছিল। পুত্রের নাম ছিল আবদুল্লাহ। আর কন্যা তিনজনের নাম ছিল যথাক্রমে আনিসা, হোযায়ফা এবং শায়মা। এদের মাঝে আবদুল্লাহ্ এবং শায়মার ইসলাম গ্রহণের কথা জানা যায়। বাকীদের ইসলাম গ্রহণের বিষয়টি অজ্ঞাত। এছাড়া হালিমা নবীর বড় চাচা হারিসের পুত্র আবু সুফিয়ানকেও দুধ পান করিয়েছেন। তাই হালিমার সূত্রে আবু সুফিয়ান ইবনে হারেস ইবনে আবদুল মোত্তালেবও (যে সম্পর্কে নবীর চাচাতো ভাই ছিলো) নবীর দুধ ভাই ছিল।[১]



মোহাম্মদ এতিম বিধায় প্রথমে কোন নারী তাকে দুধ খাওয়ানোর জন্য নিতে চায়নি। কিন্তু হালিমা অন্য কোন শিশু সন্তান না পাওয়ায় এই এতিম শিশুটিকেই গ্রহণ করেন। কিন্তু এই শিশুকে ঘরে আনার পর দেখা যায় হালিমার সচ্ছলতা ফিরে আসে এবং তারা শিশুপুত্রকে সঠিকভাবে লালনপালন করতে সমর্থ হন। তখনকার একটি ঘটনা উল্লেখযোগ্য - শিশু মোহাম্মদ কেবল হালিমার একটি স্তনই পান করতেন এবং অপরটি তার অপর দুধভাইয়ের জন্য রেখে দিতেন। দুই বছর লালনপালনের পর হালিমা শিশু মোহাম্মদকে আমিনার কাছে ফিরিয়ে দেন। কিন্তু এর পরপরই মক্কায় মহামারী দেখা দেয় এবং শিশু মুহাম্মদকে হালিমার কাছে ফিরিয়ে দেয়া হয়। হালিমাও চাচ্ছিলেন শিশুটিকে ফিরে পেতে। এতে তার আশা পূর্ণ হল।



ইসলামী বিশ্বাসমতে এর কয়েকদিন পরই একটি অলৌকিক ঘটনা ঘটে - একদিন শিশু নবীর বুক চিরে কলিজার একটি অংশ বের করে তা জমজম কূপের পানিতে ধুয়ে আবার যথাস্থানে স্থাপন করে দেয়া হয়। মুসলমানদের বিশ্বস্ত হাদিস গ্রন্থ মুসলিম শরীফের বর্ণনাসূত্রে এই তথ্য পাওয়া যায়। মুসলমানদের বিশ্বাসমতে এর মাধ্যমে মুহাম্মদের দেহ থেকে অপবিত্র সব কিছু ধুয়ে ফেলা হয়েছিল। ইবনে খালদুনের বর্ণনামতে তার অন্তরে নূর ভরে দেয়া হয়। এই ঘটনাটি কারণেই গুরুত্বপূর্ণ যে এতে ইসলামে অলৌকিকতার স্বরুপ বুঝা যায়। অবশ্য ধর্ম বিশ্বাসীদের কাছে এটি অলৌকিক নয়; কারণ ধর্মীয় মতে এই ঘটনাটি ফেরেশতাদের দ্বারা সম্পন্ন হয় এবং এই ফেরেশতা হলেন জীবরাইল। এই ঘটনাটি ইসলামের ইতিহাসে সিনা চাকের ঘটনা হিসেবে খ্যাত।



মাতৃবিয়োগ

এই ঘটনার পরই হালিমা মুহাম্মদকে মা আমিনার কাছে ফিরিয়ে দেন। ছয় বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত তিনি মায়ের সাথে কাটান। এই সময় একদিন আমিনার ইচ্ছা হয় ছেলেকে নিয়ে মদীনায় যাবেন। সম্ভবত কোন আত্মীয়ের সাথে দেখা করা এবং স্বামীর কবর জিয়ারত করাই এর কারণ ছিল। আমিনা ছেলে, শ্বশুর এবং দাসী উম্মে আয়মনকে নিয়ে ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মদীনায় পৌঁছেন। তিনি মদীনায় একমাস সময় অতিবাহিত করেন। একমাস পর মক্কায় ফেরার পথে আরওয়া নামক স্থানে এসে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই মৃত্যুবরণ করেন।



দাদার মৃত্যু

মাতার মৃত্যুর পর দাদা আবদুল মোত্তালেব শিশু মুহাম্মদকে নিয়ে মক্কায় পৌঁছেন। এর পর থেকে দাদাই মুহাম্মদের দেখাশোনা করতে থাকেন। তিনি শিশু নবীকে নিজের সন্তানদের থেকেও অধিক ভালবাসতেন। ইবনে হিশাম তার সীরাত গ্রন্থে লিখেছেন "আবদুল মোত্তালেবের জন্য কাবাঘরের ছায়ায় বিছানা পেতে দেয়া হতো। তার সব সন্তান সেই বিছানার চারদিকে বসতো। কিন্তু মোহাম্মদ গেলে বিছানায়ই বসতেন। বালক মোহাম্মদের কাজকর্ম তাকে আনন্দ দিতো।" মোহাম্মদের বয়স যখন ৮ বছর ২ মাস ১০ দিন তখন তার দাদাও মারা যান। মৃত্যুর আগে তিনি তার পুত্র আবু তালিবকে মোহাম্মদের দায়িত্ব দিয়ে যান।



সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা

আবু তালিবের বাড়িতে মুহাম্মদ বেড়ে উঠতে থাকেন। চাচা তাকে অসম্ভব আদর করতেন এবং মুহাম্মদও চাচাকে বিভিন্ন কাজে সহযোগিতা করতেন। যেমন তিনি অন্যান্য বালকদের মতই মাঠে আবু তালিবের ছাগল চড়াতেন। কিন্তু এ সময় থেকেই তাকে চিন্তাশীল মনে হত।
আবু তালিব ব্যবসায়ী ছিলেন এবং আরবদের নিয়ম অনুযায়ী বছরে একবার সিরিয়া সফরে যেতেন। মুহাম্মদের বয়স যখন ১২ ব্ছর তখন তিনি চাচার সাথে সিরিয়া যাওয়ার জন্য বায়না ধরলেন। প্রগাঢ় মমতার কারণে আবু তালিব আর নিষেধ করতে পারলেননা। যাত্রাপথে বসরা পৌঁছার পর কাফেলাসহ আবু তালিব তাঁবু ফেললেন। সে সময় আরব উপদ্বীপের রোম অধিকৃত রাজ্যের রাজধানী বসরা অনেক দিক দিয়ে সেরা ছিল। কথিত আছে, শহরটিতে জারজিস নামে এক ইয়াহুদী পাদ্রী ছিলেন যিনি বুহাইরা বা বহিরা নামেই অধিক পরিচিত ছিলেন। তিনি তার গির্জা হতে বাইরে এসে কাফেলার মুসাফিরদের মেহমানদারী করেন। এ সময় তিনি বালক মুহাম্মদকে দেখে শেষ নবী হিসেবে চিহ্নিত করেন। কারণ তিনি তার অন্তর দৃষ্টি দিয়ে লক্ষ্য করেন যে সব গাছপালা, পাথর এই বালকটিকে সেজদা করছে। তিনি স্বগতোক্তি করেন, "এতো সেই সাইয়েদুল মুরসালীন, অতীতের সমস্ত নবী যার আগমন সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গেছেন।" তিনি আবু তালিবকে মুহাম্মদকে সিরিয়ায় নিয়ে যেতে নিষেধ করেন; কারণ সেখানকার ইহুদীরা তার ক্ষতি করতে পারে। পাদ্রীর কথা শুনে মুহাম্মদকে কয়েকজন ভৃত্যের মাধ্যমে মক্কায় পাঠিয়ে দেয়া হয়।

ফুজ্জারের যুদ্ধ

ফুজ্জারের যুদ্ধ যখন শুরু হয় তখন নবীর বয়স ১৫ বছর। এই যুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেননি। যুদ্ধের নির্মমতায় তিনি অত্যন্ত ব্যথিত হন। কিন্তু তার কিছু করার ছিলনা। সে সময় থেকেই তিনি কিছু একটি করার চিন্তাভাবনা শুরু করেন।


English Translation

Muhammad's childhood and adolescence
From Wikipedia, the free encyclopedia
Jump to navigation Jump to search
Prophet Muhammad of Islam was a thinker from his childhood. He used to think about various issues of society and people about sorrow, cost and suffering. These thoughts helped him to become a great man later.



Location in the tribe of Bani Sa'd
It was the custom in Arabia at that time to give the Bedouin women, who were engaged in breastfeeding immediately after birth, to grow up in the open air of the desert and to give them back after a certain period of time. Another reason for this was to learn pure Arabic. According to this custom, Muhammad was also handed over to Halima bint Abu Zuayb (another name Halima Sadia). This woman belonged to the tribe of Banu Sa'd Ibn Bakr (the tribe of Hawazen). Her husband's name was Haris Ibn Abdul Uzza and his nickname was Abu Kabsha, who belonged to the same tribe. After Muhammad's prophethood, he came to Makkah and converted to Islam. Halima had one son and three daughters. The son's name was Abdullah. The three daughters were Anisa, Hozaifa and Shaima respectively. Among them, Abdullah and Shaymar are known to have converted to Islam. The conversion of the rest to Islam is unknown. Halima also gave milk to Abu Sufyan, the son of Haris's great uncle Haris. Therefore, according to Halima, Abu Sufyan ibn Harith ibn Abdul Muttalib (about whom the Prophet had a cousin) was also the Prophet's half-brother. [1]

As Mohammad was an orphan, at first no woman wanted to take him for breastfeeding. But Halima accepted this orphan child as she had no other children. But after bringing this child home, it is seen that Halima's prosperity is restored and they are able to take care of the child properly. One incident worth noting at the time was that baby Mohammad drank only one of Halima's breasts and left the other for her other half-brothers. After two years of upbringing, Halima returned the baby Mohammad to Amina. But soon after, an epidemic broke out in Makkah and the baby Muhammad was returned to Halima. Halima also wanted to get the baby back. This fulfilled his hopes.

According to Islamic belief, a miracle happened a few days later - one day a part of the baby's chest was cut out of the Prophet's chest and it was washed in the water of Zamzam well and put back in its proper place. This information is found in the narration of Muslim Sharif, the trustworthy hadith book of Muslims. According to Muslim belief, all impure things were washed away from Muhammad's body. Ibn Khaldun's narration filled his heart with light. This incident is important because it is understood as a miracle in Islam. Of course, this is not a miracle for believers; Because according to religion this event is done by angels and this angel is Jibrail. This incident is known in the history of Islam as the incident of Sina Chak.

Abortion 
Soon after this incident, Halima returned Muhammad to his mother Amina. He spent time with his mother until he was six years old. At this time, one day Amina wanted to go to Medina with her son. Probably the reason was to meet a relative and visit her husband's grave. Amina traveled 500 kilometers to Medina with her son, father-in-law and maid Umme Ayman. He spent a month in Medina. A month later, on his way back to Mecca, he fell seriously ill at Arwa and died there.

Grandfather's death
After the death of his mother, his grandfather Abdul Mottaleb arrived in Makkah with his child Muhammad. From then on, Dadai took care of Muhammad. He loved the child prophet more than his own children. Ibn Hisham writes in his Sirat that "Abdul Muttalib was allowed to get a bed in the shade of the Ka'bah. All his children would sit around that bed. But Muhammad would stay in bed. The boy Muhammad's work would make him happy." When Muhammad was 8 years 2 months and 10 days old, his grandfather also died. Before his death, he left his son Abu Talib in charge of Muhammad.

Journey to Syria
Muhammad grew up in Abu Talib's house. His uncle loved him dearly and Muhammad also helped him in various tasks. Like other boys, he used to ride Abu Talib's goats in the field. But from that moment on he seemed thoughtful.
Abu Talib was a businessman and used to visit Syria once a year according to Arab rules. When Muhammad was 12 years old, he agreed to go to Syria with his uncle. Abu Talib could no longer forbid it because of his deep compassion. After reaching Basra on the way, Abu Talib pitched his tent with the caravan. At that time Basra, the capital of the Roman-occupied kingdom of the Arabian Peninsula, was the best in many ways. It is said that there was a Jewish priest named Georges in the city who was better known as Buhaira or Bahira. He came out of his church and entertained the passengers of the caravan. At this time he saw the boy Muhammad and identified him as the last prophet. Because he noticed with his inner vision that all the plants, stones were prostrating to this boy. He said in his autobiography, "This is Sayyid al-Mursalin, the prophet of the past, whose arrival has been predicted." He forbade Abu Talib to take Muhammad to Syria; Because the Jews there can harm him. Hearing the words of the priest, Muhammad was sent to Mecca by some servants.

Battle of Fujjar
Main article: Battle of Fujjar

The Prophet was 15 years old when the battle of Fujjar began. He did not actively participate in this war. He was deeply hurt by the cruelty of the war. But he had nothing to do. From that moment on he started thinking of doing something.

No comments

Powered by Blogger.